Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

বাধ্যতামূলক কার্যাবলীঃ

 

১। আইন শৃংঙ্খলা রক্ষা।

২। অপরাধ দমন।

৩। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।

৪। পরিবার পরিকল্পনা।

৫। স্থানীয় সম্পদের উন্নয়ন।

৬। সম্পত্তি রক্ষণাবেক্ষণ।

৭। উন্নয়ন কার্যাবলী।

৮। স্বাস্থ্য সম্মত বিষয়ে অবগত করা।

৯। জন্ম-মৃত্যু নিবন্ধন।

১০। শুমারী।

 

ঐচ্ছিক কার্যাবলীঃ

 

—যোগাযোগ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ।

—শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

—পানীয় জল সরবরাহ নিশ্চিত করন।

—সামাজিক ও সমাজ কল্যাণ বিষয়ে অবগত করা।

—পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা।

—পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক।

—উন্নয়নমূলক কাজ তদারকি।

এছাড়াও জনস্বার্থে বিভিন্ন জরুরী বিষয়ে সরকারী সিদ্ধান্ত অনুসারী কাজ বাস্তবায়ন করা হয়।

 

বর্তমান পরিষদঃ

 

১। জনাব জি,এম,জাহিদ হোসেন (টিপু)- চেয়ারম্যান ইউঃ পিঃ।

২। জনাব আবদুল লতিফ ভূইয়া- সদস্য ইউঃ পিঃ- ১নং ওয়ার্ড।

৩। জনাব শাহ আলম মোল্লা- সদস্য ইউঃ পিঃ- ২নং ওয়ার্ড।

৪। জনাব হুমায়ন কবির- সদস্য ইউঃ পিঃ- ৩নং ওয়ার্ড।

৫। আবদুল মোতালেব- সদস্য ইউঃ পিঃ- ৪নং ওয়ার্ড।

৬। জনাব আবু বকর ছিদ্দিক- সদস্য ইউঃ পিঃ- ৫নং ওয়ার্ড।

৭। জনাব সাইফুল ইসলাম- সদস্য ইউঃ পিঃ- ৬নং ওয়ার্ড।

৮। জনাব সিরাজ উদ্দিন পাটোয়ারী- সদস্য ইউঃ পিঃ- ৭নং ওয়ার্ড।

৯। জনাব আবদুল মতিন- সদস্য ইউঃ পিঃ- ৮নং ওয়ার্ড।

১০। জনাব মোঃ করিম মজুমদার (বাদল) সদস্য ইউঃ পিঃ- ৯নং ওয়ার্ড।

১১। জনাবা নুরজাহান বেগম- সদস্যা ইউঃ পিঃ (সংরক্ষিত)- ১, ২, ৩নং ওয়ার্ড।

১২। জনাবা পারভীন আক্তার- সদস্যা ইউঃ পিঃ (সংরক্ষিত)- ৪, ৫,৬নং ওয়ার্ড।

১৩। জনাবা আয়েশা সিদ্দিকা সদস্যা ইউঃ পিঃ (সংরক্ষিত)- ৭, ৮, ৯নং ওয়ার্ড।

 

কর্মচারী বৃন্দঃ

 

১। জনাব মোঃ মনির হোসেন (সচিব)।

২। জনাব আবদুল মান্নান (গ্রাম পুলিশ)।

৩। জনাব রাখাল চক্রবতী (গ্রাম পুলিশ)।

৪। জনাব বাচ্চু মিয়া (গ্রাম পুলিশ)।

৫। জনাব রহিমা বেগম।