ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেষে বাতিসা ইউনিয়নে বসন্তপুর গোবিন্দ মানিক্য দীঘি অবন্থিত। আনুমানিক ২০ একর জমির উপর এ দীঘি তৈরী করা হয়েছে। জানা যায়, ত্রিপুরার রাজা গৌর মানিক্য গহীন অরণ্যে শিকারে এসে তৃঞ্চার্ত হয়ে লোকালয়ে ছুটে আসেন। তখন এখানকার এক গৃহিনী পানি দিয়ে তার তৃঞ্চা মিটান। এর প্রতিদান স্বরুপ তিনি এই দীঘিটি খনন করেন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS